আল্লামা আরশাদ মাদানী সিলেট আসছেন আগামীকাল বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ৯:০৬:০৯,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯
তিন দিনের সফরে সিলেট আসছেন জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা হাফিজ সায়্যিদ আরশাদ মাদানী। কাল বৃহস্পতিবার ইউএস বাংলা বিমানে দুপুর ১২.৪০ মিনিটে সিলেট বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।
বাদ মাগরিব তিনি মখজনুল উলূম দারুল হাদিস (দ্বী-পাক্ষিক টাইটেল) মাদরাসা রাজারগাঁও এর এনামী জলসায় বয়ান করবেন। বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ৯টায় জামিয়া মুহয়িসুন্নাহ মানিক কোনো হাওরতলা গোলাপগঞ্জ মাদরাসার বার্ষিক ইসলামী মাহফিলে বয়ান।
পরদিন ৮ নভেম্বর শুক্রবার জুম’আর নামাযের পূর্বে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বয়ান এবং জুম’আর নামাজ পরবর্তী আন্ডারগ্রাউন্ডে পুরুষদের বায়াত। মাগরিবের নামাযের পর দরবস্ত আল-মনসুর মাদরাসায় বয়ান।
৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি আল্লামা আব্দুল করিম শায়খে কৌড়িয়ার (রাহ) বাসায় মদনী মঞ্জিল, চৌকিদেখীতে মুরিদগণের সাক্ষাত।
তার সিলেটের ৩ দিন ব্যাপী সফর সূচীকালে সকলের সহযোগিতা কামনা করছেন সিলেট ইন্তেযামিয়া কমিটির সভাপতি মাওলানা শায়খ আব্দুল খালিক ছাক্তা, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহসিন আহমদ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান।