বড়লেখার শাহবাজপুরে কমিউনিটি পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:২৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে কমিউনিটি পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।
ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো. রফিক উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশিং ইউনিয়ন কমিটির উপদেষ্টা শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউপি সদস্য রফিক উদ্দিন, ইউপি সদস্য আলীম উদ্দিন,কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য কালাচাঁদ চন্দ্র চন্দ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মতিউর রহমান জাকের প্রমুখ।
সভা শেষে শাহবাজপুরের কৃতি ফুটবলার ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ-এর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শাহবাজপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিন উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন রঞ্জন দাস, ইউপি সদস্য মখলিছুর রহমান বটুল, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।