বড়লেখায় নজরুল ইসলাম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৪:৩৮:৪৬,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত নজরুল ইসলাম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র সচিবের ও হল সুপারের দায়িত্ব পালন করেন যথাক্রমে প্রধান শিক্ষক একেএম আতাউর রহমান ও আব্দুল আলিম।
বড়লেখা উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৭৬ জন মেধাবী শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
আয়োজকরা জানান, কুয়েত প্রবাসী সাংবাদিক নজরুল ইসলামের একক অর্থায়নে এবার প্রথমবারের মতো এ মেধাবৃত্তি শুরু হয়েছে। প্রতি বছর এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কামান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও কলাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল হক।