হলিচাইল্ড একাডেমির জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৫৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি:: বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ-উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারে অবস্থিত হলি চাইল্ড একাডেমির জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১ ঘটিকার সময় একাডেমিক হলরুমে প্রধান শিক্ষক এমদাদুল হক চৌধুরী শীমুলের সঞ্চালনায় ও হলি চাইল্ড একাডেমির পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও দক্ষিণ ভাগ (উত্তর) ইউপি সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিক্ত তপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান। শিশুশিক্ষা একাডেমির সহকারী শিক্ষক রিন্টু মালাকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, তোফায়েল আহমেদ এমরান।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফরহাদ আহমদ তানিম, জাবেদ ইকবাল, জোসনারা আক্তার লাকী, রুমা আক্তার, ইয়াসমিন জান্নাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ সকলকে নিয়ে তাদের মেধা ও যোগ্যতা বাড়িয়ে দেয়ার জন্য মহান রবের নিকট মোনাজাত করা হয়।