বড়লেখায় শিক্ষা কর্মকর্তাকে হামলার চেষ্টাকারী সেই শিক্ষক বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ৭:১২:৫৭,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯
বিশেষ প্রতিবেদক:: বড়লেখা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে দুই দফা হামলার চেষ্টাকারী সেই শিক্ষক সায়ীদুর রহমান ছালেহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি অজমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার জেলা শিক্ষা অফিসার মালেকা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়।
জানা গেছে, গত ২০ অক্টোবর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন তারাদরম সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষিকা পপি দত্তকে অনুপস্থিত পান।
এ ঘটনায় তিনি পপি দত্তকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে ক্ষেপে যান অজমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইদুর রহমান। তিনি গত ২৮ অক্টোবর শিক্ষা অফিসে গিয়ে এটিইও মীর আব্দুল্লাহ আল মামুনকে সহকারী শিক্ষিকা পপি দত্তকে কারণ দর্শানোর কৈফত চান। এর ফল ভাল হবে না বলে হুমকি দিয়েই হামলার চেষ্টা চালান। এসময় কয়েকজন শিক্ষক তাকে রক্ষা করেন।
সন্ধ্যায় অফিস থেকে তিনি বাসায় রওয়ানা হলে পথে সায়ীদুর রহমান ছালেহ অজ্ঞাত যুবক নিয়ে দ্বিতীয় দফা তাকে হুমকি-ধমকি ও হামলার চেষ্টা চালান। এঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্ল¬াহ আল মামুন গত ২৯ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা জানান, সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(বি) অনুসারে অসদাচরণের দায়ে শিক্ষক সায়ীদুর রহমান ছালেহকে অভিযুক্ত করে জেলা শিক্ষা অফিসার তাকে সাময়িক বরখাস্ত করেছেন। বুধবার থেকেই এ বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে।
বড়লেখায় শিক্ষা কর্মকর্তাকে দু’দফা হামলার চেষ্টা, শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশের জের