বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে হিজাব বিতরণ ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০:২৯:২২,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি: বড়লেখা পাবলিকেশন সোসাইটির উদ্যোগে তারাদরম মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ) দুপুর ২ঘটিকার সময় সংস্থার সাধারণ সম্পাদক রুবেল হোসাইনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরুলের সভাপতিত্বে তারাদরম মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে হিজাব বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা সমাজ সেবক আব্দুল কুদ্দুস স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সোসাইটির স্থায়ী কমিটির সদস্য ও বড়লেখা সদর ইউপি সদস্য ফয়সল আলম স্বপন, শুভেচ্ছা বক্তব্য মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানাঃ আব্দুস সবুর।
এছাড়া আরো উপস্তিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুফায়েল আহমেদ তুহেল, ফাহিম আহমেদ নিজাম উদ্দিন, শুভ আহমদ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম প্রমুখ।