বড়লেখায় নজরুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ৬:৩০:০৮,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখার কাঠালতলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত নজরুল ইসলাম প্রাথমিক মেধাবৃত্তি ২০১৯ এর পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঠালতলীর ব্যবস্থাপনা পরিচালক ও কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক জানান, নজরুল ইসলাম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা বড়লেখা উপজেলার কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব শিক্ষার্থীদের মধ্যে মেধা অনুসারে ২৫ জনকে ক্রেষ্ট, সনদপত্র ও বৃত্তির প্রাইজমানি প্রদান করা হবে।
ছয়ফুল হক আরো জানান, কুয়েত প্রবাসী সাংবাদিক নজরুল ইসলামের একক অর্থায়নে এ প্রকল্প প্রথমবারের মতো শুরু হয়েছে। প্রতি বছর ধারাবাহিকভাবে এর কার্যক্রম চলবে।