এমপিও’ভূক্তি উপলক্ষে শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৮:২৯:১৪,অপরাহ্ন ২৬ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপিও’ভূক্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (২৬, অক্টোবর) দুপুরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিক উদ্দিন আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভার্নিং বডির সদস্য আব্দুর রহমান বাবুল, ইউপি সদস্য বদরুল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বিদালয়ের দাতা সদস্য হাজ্বি আব্দুল মুতলিব, ম্যানেজিং কমিটির সদস্য ইমান উদ্দিন বলাই, আতাউর রহমান সৈয়দ ,নিজাম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বক্তারা এমপিওভূক্তিতে বিদ্যালয় ও সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠানে পড়ালেখার মান ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজার রাখতে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম খান।পরে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের পক্ষ থেকে মিষ্ঠি বিতরণ করা হয়।