শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:২৫:১৪,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) তালিকায় স্থান পাওয়াতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসী মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।
এমপিওভুক্তির খবর পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একত্রিত হন। এসময় শিক্ষক-বৃন্দের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ বলেন- এমপিওভুক্তি হওয়াতে আমরা আনন্দিত। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি দেশ-বিদেশ থেকে যারা মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করে প্রতিষ্ঠানটিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিক উদ্দিন আহমদ বলেন, এমপিওভুক্ত হওয়াতে শাহবাজপুরের প্রতিটা মানুষ আনন্দিত। মাননীয় পরিবেশমন্ত্রী মহোদয় প্রতিষ্ঠানটির প্রতি সব সময় সদয় দৃস্টি রেখেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় এলাকার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি এলাবাসীর পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখাকে এমপিও ভুক্ত করার জন্য জোর দাবী জানান।