কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৩২ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৮:০৯:৩০,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯
নিউজ ডেস্ক:: মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় কুলাউড়ার ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ও ভাটেরা রোডসহ পার্শ্ববর্তী এলাকায় সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সিলেট বিভাগীয় কার্যালয় এর তত্তাবধানে এ অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানকালে ব্রাক্ষণবাজারের বাবলু ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, প্রনয় দাসের সবজির দোকানকে ৫ শত টাকা এবং ভাটেরা রোডের আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করার দায়ে মিলটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।