বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬:৫২:১৫,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্য নিয়ে বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে নিসচা’ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্রাফিক সার্জন সাইদুল ইসলাম, সাংবাদিক সুলতান আহমদ খলিল প্রমুখ।
বক্তারা জনসচেতনতার মাধ্যমেই সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব উল্লেখ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জামাল উদ্দিন , নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, আইনজীবী সহকারী ও কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয়া, আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম শিরুল,কামরুল ইসলাম, খালেদ আহমদ, মাছুম আহমদ, কেফায়েত উল্লাহ, রমা কান্ত দাস, ইউনুস আহমদ লিটন, মোহাম্মদ শুভ,লিমন আহমদ,ছয়েফ আহমদ, আবু তাহের মুন্না,ইকবাল হোসাইন,শামীম আহমদ, তৌফিক আহমদ সহ প্রমুখ।
উল্লেখ্য ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবস । ২৬ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’-নিসচা।