বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
প্রকাশিত হয়েছে : ৯:২৫:৩৩,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইয়াছিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, মৌলভীবাজার সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল সাদেক কাওছার দস্তগীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ময়নুল হক, বিদ্যুৎ কান্তি দাস, সিরাজ উদ্দিন, সাহাব উদ্দিন, নারী শিক্ষা একাডেমী অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঘটনাকে কেন্দ্র করে বড়লেখায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান করা হয় । ইমামবৃন্দকে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার আহ্বান জানানো হয়।