ভোলায় তাওহীদি মুসলমান হত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৪:৫২:৩৯,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯
সুলতান আহমদ খলিল :: ‘আল্লাহ ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও ভোলায় তাওহীদি মুসলমানদের হত্যার প্রতিবাদে’ মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র মজলিস উপজেলা শাখা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বড়লেখা পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর সভাপতি আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা সভাপতি এম.এম.আতিকুর রহমান, সাবেক জেলা সেক্রেটারি এনামুল হক, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সেক্রেটারি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ফয়ছল আলম স্বপন, মনসুর আহমদ, মাওলানা আব্দুল করিম, আনিসুল হক, মাওলানা শামছুল ইসলাম।