বড়লেখার চান্দগ্রামে নিসচার প্রচারাভিযান ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:০৪:০১,অপরাহ্ন ২১ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বড়লেখা উপজেলার চান্দগ্রামে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রচারাভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২০ অক্টোবর) সন্ধ্যায় চান্দগ্রাম বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে নিসচা বড়লেখা উপজেলা শাখার আহবায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব শফিউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মার্জানুল ইসলাম, সদস্য ও আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, মানবাধিকার কর্মী আব্দুল আজিজ, মাস্টার খালেদ আহমদ, সিরাজুল ইসলাম শিরুল, মাছুম আহমদ, রমা কান্ত দাস, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, নিসচা বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য মো. রাফি প্রমুখ।
পরে চালক ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়। চান্দগ্রাম পরিবহন সমিতির নেত্ববৃন্দের সাথে মতবিনিময় করেন নিসচা নেতৃবন্দ।
এদিন সন্ধ্যায় বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।