বড়লেখায় একতা রক্তদান সংস্থার অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:১৬,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯
“হাসবে রোগী বাঁচবে প্রাণ-স্বেচ্ছায় করবো রক্তদান” এ শ্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় একতা রক্তদান সংস্থা নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নিউ সমনভাগ চা বাগানের ম্যানেজার বাংলোয় সংগঠনের অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে কমিটির সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে এবং স্থায়ী কমিটির সদস্য কলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একতা’র উপদেষ্টা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমদ খলিল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার আহবায়ক তাহমিদ ইশাদ রিপন। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম (বি.পি), স্থায়ী কমিটির সদস্য আব্দুর রহমান পারভেজ, ও সদস্য সারোওয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি