বড়লেখায় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:২০:০৫,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শাখা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর)বিকেলে আগামি ৩১ অক্টোবর বার্ষিক সম্মেলন উপলক্ষে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন আমিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদের প্যনেল চেয়ারম্যান ও সাবেক বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু আহমেদ হামিদুর রহমান শিপলু,মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ সহ জেলা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগের নেতৃত্ব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।