বড়লেখায় ফ্রি চিকিৎসা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ৭:২২:১৩,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে শুক্রবার ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে বিনা মূল্যে ৫০০ রোগীকে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়েছে।
দাসেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিনের সভাপতিত্বে ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়ক মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, ইউপি সদস্য সাইদুর রহমান, আব্দুল মতিন, চিকিৎসক তন্ময় দাস, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার ব্যবস্থাপক বাদল হোসেন, তথ্যপ্রদানকারী কর্মকর্তা জয় কুমার সরকার প্রমুখ।