বড়লেখায় নিসচার মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৪:২৪:৩১,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় নিসচার কেন্দ্র ঘোষিত মাসব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।
নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা এডভোকেট গোপাল দত্ত বাবলু, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফয়সল আলম প্রমুখ।
পরে কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বড়লেখা পৌরশহরে প্রচারপত্র বিলি করা হয়।
এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, মাস্টার খালেদ আহমদ, সিরাজুল ইসলাম শিরুল, তৌফিকুল ইসলাম, কেফায়েত উল্লাহ, মাছুম আহমদ, রমা কান্ত দাস, আলী আহমদ, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।