বড়লেখায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:৫০:২৮,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বড়লেখা মানবসেবা সংস্থা’র উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার(১২ অক্টোবর) বড়লেখা উপজেলার ছোটলেখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা সহায়ক উপকরণের অর্থায়ন করেছেন বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্টের কাতার শাখার সভাপতি দেলওয়ার হুোসেন।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুনু মিয়ার সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুয়েত প্রবাসী দেলওয়ার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, জামিল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা বেগম, বিশিষ্ট মুরব্বী সেলিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি