বড়লেখায় লাইসিয়াম স্কুলের রজতজয়ন্তী অনুষ্ঠানের নিবন্ধন উদ্বুদ্ধকরণে র্যালি
প্রকাশিত হয়েছে : ৭:০৪:৩৪,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঁচিশ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন উদ্বুদ্ধকরণের লক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বড়লেখা পৌর শহরে এ র্যালি বের করা হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে । ২০২০ সালের ১১ জানুয়ারি রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।