জুড়ী উপজেলা আ.লীগের সভাপতি বদরুল, সম্পাদক মাসুক
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:০৫,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯
দীর্ঘ পনের বছর পর মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পর বিকেলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। সভাপতি পদে মুক্তিযোদ্ধা বদরুল হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থীতার ঘোষণা দেন। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা ৭টায় সমঝোতার ভিত্তিতে মাসুক আহমদ চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক হিসেবে ষোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।