বড়লেখায় পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি’র সাথে নিসচা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১:৩৩:২৮,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১১টায় মন্ত্রীর বড়লেখা পৌরশরহস্থ বাসভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নিসচা বড়লেখা উপজেলার নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নিসচার কার্যক্রম সম্পর্কে অভিহিত করেন। এসময় মন্ত্রী নিসচার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ,গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম শিরুল, কমল কৃষ্ণ ঢালি, কেফায়েত উল্লাহ, মাছুম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি