উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে ইউপি চেয়ারম্যানবৃন্দের অভ্যর্থনা
প্রকাশিত হয়েছে : ১২:০৭:০৯,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ যুক্তরাজ্য সফর শেষে সোমবার (০৭ অক্টোবর) কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।