হাকালুকি হাওরে সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৭:১৩:০৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯
আব্দুর রব, বড়লেখা :: হাকালুকি হাওরের উত্তর-পশ্চিম পারের সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন আব্দুল হাশিম নামে এক ব্যক্তি ও তার ছেলেরা। ইতিমধ্যে তিনি অস্থায়ী ঘর তৈরী করে সেখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী মজুত করেছেন। এব্যাপারে এলাকাবাসী গত ৩ অক্টোবর বড়লেখা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, হাকালুকি হাওরের বড়লেখা অংশের বর্নি ইউনিয়নের দ্বিতীয়ারদেহী ১ম খন্ড মৌজার জেএল নং-৮৮ এর ৭৮৮ নং দাগের ভুমি সরকারী খাস খতিয়ানভুক্ত। মুন্সিনগর গ্রামের রাস্তার শেষ অংশ এ ভুমির সাথে সংযুক্ত হয়েছে। এ ভুমির ওপর দিয়ে প্রতিদিন জেলে, চাষীসহ এলাকাবাসী কৃষিকাজ ও গরু-মহিষ চরাতে হাকালুকি হাওরে যাতায়াত করেন। স¤প্রতি ওই খাস ভুমি বর্নিচক গ্রামের আব্দুল হাশিম ও তার ছেলেরা জবর-দখল করে বাড়ি নির্মাণের প্রস্ততি নিলে গ্রামবাসী তাদেরকে বাঁধা দেন। কিন্তু তারা এলাকার লোকজনের বাঁধা নিষেধ অগ্রাহ্য করে নির্মাণ সামগ্রী ও শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ঘর নির্মাণ করেছে।
সরেজমিনে গিয়ে ঘরের বেইজের একাধিক গর্ত খুঁড়ে রাখা, বালু, রড এবং দক্ষিণ পাশে নির্মাণ সামগ্রী রাখার ও কাজে নিয়োজিত শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী ঘর থাকতে দেখা গেছে। দক্ষিণ বর্নি গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন (৮৫), ফয়জুল হক (৭৫), ফৈয়াজ আলী, মজনু মিয়া, সাইদুল আহমদ, পংকি মিয়া প্রমূখ জানান, ছোটবেলা থেকেই উক্ত ভুমি সরকারী খাস ভুমি হিসেবে তারা দেখে আসছেন। হাওরের রাস্তা হিসেবে ভুমিটি ব্যবহার হয়ে আসছে। হঠাৎ আব্দুল হাশিম উক্ত ভুমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে আমরা বাঁধা দেই। আপত্তি না শুনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু লিখিত অভিযোগ দেয়ার পরও আব্দুল হাশিম শ্রমিক দিয়ে মাটির কাজ করাচ্ছে। ঘরের পিরার ও বেইজের একাধিক গর্ত খুঁড়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
আব্দুল হাশিম জানান, তিনি গরীব মানুষ তাই এখানে বাড়ি নির্মাণ করছেন, এগুলো নিয়ে লেখালেখি করার দরকার নেই। এ ব্যাপারে তিনি এক ব্যক্তিকে দেখা করতে (প্রতিবেদকের সাথে) পাঠাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান জানান, অভিযোগটি সরেজমিনে তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভুমি)কে তিনি নির্দেশ দিয়েছেন।