বড়লেখায় দুর্গতিনাশিনীর মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ৬:১০:১৩,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯
শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকির বাংলাবাজার পূজামন্ডপে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকুল চন্দ্র দাস।
পরিষদের সভাপতি রিপন দাস ও সহ সম্পাদক ইন্দ্রজিত দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা শিক্ষক গীতেশ চন্দ্র দাস, উপদেষ্টা অখিল চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস, পরিষদের সাবেক সভাপতি সুবিনয় দাস, বর্তমান কমিটির সম্পাদক রিংকু লাল দাস, সহ সম্পাদক সিপু লাল দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাজসজ্জা সম্পাদক শিবশংকর দাস।
উল্লেখ্য, ব্যতিক্রমী আঙ্গিকে দুর্গতিনাশিনী প্রকাশনা পরিষদের ১৩তম সংখ্যাটি প্রকাশ করেছে মাছরাঙা প্রকাশন।