জুড়ীর বনাঞ্চল থেকে পাচারকালে অবৈধ কাঠ ভর্তি ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ৮:২২:১৬,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯
আব্দুর রব॥ জুড়ী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ পাচার হচ্ছে। বন বিভাগের জনবল সংকটের সুযোগে স্থানীয় চোরা কারবারীরা বনাঞ্চলের গাছপালা পাচার করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকযোগে উপজেলার সাগরনাল এলাকার বনাঞ্চলের বিপুল পরিমান কাঠ পাচারকালে বিজিবি অবৈধ কাঠভর্তি একটি ট্রাক আটক করেছে।
জানা গেছে, অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩ অক্টোবর সন্ধ্যায় জুড়ী ফুলতলা সীমান্তের মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. জাকির হোসেন এর নেতৃত্বে টহল দল অভিযান চালায়। বিজিবি টহল দল কৌশলগত কারণে মোকামটিলা নামক স্থানে অবস্থান করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এবং ট্রাক চালক কাঠসহ ট্রাক ফেলে ঝোপঝাড়ের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বিজিবি টহল দল মালিকবিহীন ১৩০.৭২ ঘনফুট আকাশমনি প্রজাতির অবৈধ কাঠসহ ট্রাকটি (মৌলভীবাজার-ড-১১-০৪৯৮) আটক করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান, এসপিপি, পিএসসি জানান, বিজিবির অভিযানে আটক অবৈধ কাঠ ও ট্রাক সাগরনাল বনবিটে জমা দিয়েছেন।
বনবিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, বিজিবির উদ্ধারকৃত কাঠগুলো সংরক্ষিত বনাঞ্চলের নয়। এগুলো বস্তি এলাকা থেকে অবৈধভাবে কেটে ট্রাকযোগে অন্যত্র পাচার কার হচ্ছিল।