সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
প্রকাশিত হয়েছে : ৬:১০:২২,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
জানা যায়, নজরুল ইসলামসহ ৩ জন গরু চোরাকারবারি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের রংলাই (মডং) এলাকায় প্রবেশ করে বুধবার ভোরে ১০ টি গরু নিয়ে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে নজরুল ইসলামের মাথায়, পিঠে ও পায়ে গুলিবিদ্ধ হয় এবং অন্য দুইজন পালিয়ে যান।
আহত নজরুল দৌড়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে আত্মগোপনে সিলেটের কোন হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। আহত নজরুল ইসলাম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের আবুল হাশেমের পুত্র।
এব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য গিয়েছিলাম। তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে শুনেছি তার মাথায়, পিঠে ও পায়ে গুলি লেগেছে। সে বর্তমানে এলাকায় নাই।