সিলেটে পিয়াজের দাম কমে ৬০-৭০ টাকা
প্রকাশিত হয়েছে : ৪:৫১:০৪,অপরাহ্ন ০৩ অক্টোবর ২০১৯
ডাক ডেস্ক :: সিলেটে পিয়াজের আড়তে পিয়াজের কোন ঘাটতি নেই। প্রতিটি গুদামে রয়েছে টন টন পিয়াজ।
তার পরও পিয়াজের কেজি ১১০ টাকা এটা মেনে নেয়া যায়না। সিলেটের জেলা প্রশাসন শুরু করে বাজার মনিটরিং। গতকাল বুধবার কালিঘাট এলাকায় যখন চলছিলো মোবাইল কোর্ট তখন আস-পাশ এলাকার দোকানে পিয়াজের দাম কমে ৬০-৭০ টাকায় বিক্রি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার নগরীর সকল খুচরা দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ধারনা করা হচ্ছে প্রশাসনের এমন নজরদারী অব্যাহত থাকলে সিলেটে পিয়াজের বাজার স্থিতিশীল হয়ে আসবে।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেটের সাধারণ মানুষ। তারা বলছেন শুধু নগরীতে নয় প্রতিটি উপজেলায় এমন তদারকি দরকার। তা হলে পুরো সিলেটে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।