নিসচা’র বড়লেখা উপজেলা শাখার কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১২:৪০:০৯,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: নিরাপদ সড়ক চাই-নিসচা বড়লেখা উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। সম্প্রতি নিরাপদ সড়ক চাই- নিসচা’র কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল স্বাক্ষরিত অনুমোদন পত্রে নবগঠিত এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন তাহমীদ ইশাদ রিপন। যুগ্ম- আহবায়ক হিসেবে আব্দুর রহমান ও মার্জানুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আইনুল ইসলামকে মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, কার্যকরী সদস্য, ফয়ছল আলম স্বপন, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম শিরুল, কামরুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মো: নজমুল ইসলাম প্রমুখ।