বড়লেখায় ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:২৮:৩৮,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯
স্টাফ রিপোর্টার:: “এসো হাতে হাত রেখে, সুন্দর সমাজ গড়ি সবাই মিলে” এই শ্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা নামে সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এমদাদুল হক চৌধুরী শীমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী , বড়লেখা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, ইনসাফের উপদেষ্টা ও সাংবাদিক সুলতান আহমদ খলিল।
যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলু, স্বাগত বক্তব্য রাখেন সাদিকুর রহমান ফাহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার উদ্বোধন করা হয়। এসময় আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভায় সকলের সম্মতিতে সাদিকুর রহমান ফাহিম কে সভাপতি করে নতুন কমিটি নাম প্রকাশ করেন।