বড়লেখায় ইয়াবাসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৩১,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯
পুলিশ জানায় গ্রেফতার তিন যুবক পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের মধ্যে দুজনের নামে এর আগে মামলাও ছিল। ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিয়ালা এলাকার একটি কলোনির সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন থানার এসআই এ রকিব মোহাম্মদ, মিন্টু চৌধুরী ও এএসআই মো. জাহিনুর রহমান। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক জানান, ‘গ্রেফতারকৃতদের নামে থানায় মামলা হয়েছে। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’