বড়লেখায় মাদকসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ৬:২৭:১৭,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯
বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও গাজাসহ তিনজনকে আটক করেছে । বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার জ্যোতিরবন্দ এলাকার মৃত হারিছ আলীর ছেলে মীর মোস্তফা উদ্দিন (৪৮), গঙ্গারজল গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে রাসেল আহমদ ময়না (৩০) এবং সাতকরাকান্দি গ্রামের আয়নুল খানের ছেলে শাকিল আহমদ (১৮)।
পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো. জাহিনুর রহমান ও জাহাঙ্গির আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার সমনবাগ চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মীর মোস্তফা উদ্দিনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরশহরে উত্তর বাজার এলাকা থেকে থানার এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ১শ’ গ্রাম গাঁজাসহ রাসেল আহমদ ময়নাকে আটক করেন।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই মো. রাশেদুল হক রাশেদের নেতৃত্বে পুলিশ ৪পিস ইয়াবাসহশাকিল আহমদকে আটক করেন।