বড়লেখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ৬:০২:৪৬,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক দরিদ্র নারীর চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে সংগ্রহকৃত টাকা হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় ফাউন্ডেশনের কার্যালয়ে ওই নারীর স্বামীর কাছে নগদ ১৮হাজার ৩ শত টাকা প্রদান করা হয়।
জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সায়পুর এলাকার শারমিন বেগম সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মদানের পর ক্ষতস্থানে মারাত্মক পচন দেখা দেয়। আর্থিক সম্বল না থাকায় চিকিৎসা করাতে পারছিলেন না দরিদ্র এ নারী। এসময় বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা ওই নারীর পাশে এসে দাঁড়ান । বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা চালিয়ে শারমিন বেগমের চিকিৎসার জন্য ১৮হাজার ৩শত টাকা সংগ্রহ করেন এবং শুক্রবার রাতে তা হস্তান্তর করা হয়।
এসময় বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, দৈনিক যায়যায় দিন’র বড়লেখা প্রতিনিধি সাংবাদিক সুলতান আহমদ খলিল,ফাউন্ডেশনের মহাসচিব মো. কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আহমেদ এবাদ, সহঃপ্রচার সম্পাদক ইবাদুর রহমান জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।