কুলাউড়ায় ৯শ’ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:২২,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৯শ পিস ইয়াবাসহ বিশ্বজিৎ মালাকার (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করে সন্ধ্যায় কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিশ্বজিৎ মালাকার (২৫) ভারতের ত্রিপুরার উনকুটি জেলার ইরানী থানার কালিপুর নিবাসী মৃত দয়াময় মালাকারের ছেলে।
জানা গেছে, র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সম্মুখ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
বিশ্বজিৎ মালাকারকে গ্রেফতার করা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পরে জব্দ করা হয়।
কুলাউড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই শাহীন জানান, র্যাব সদস্যরা আসামী নিয়ে থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: এইবেলা