বড়লেখায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৮:৫০:১৫,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষকদের সাথে কর্মশালার অভিজ্ঞতা বিনিময় করেন সংবর্ধিত অতিথি শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক সফর উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য বদরুল হোসেন, সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি শুভাশিষ দে শুভ্র, যুগ্ম সম্পাদক সোয়েব আহমদ, সাইদুর রহমান সালেহ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দেব নাথ, নারী বিষয়ক সম্পাদক সুমিতা চক্রবর্ত্তী, সহ সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী দেবনাথ, নিকেশ দাস ও আব্দুল মুনিম প্রমুখ।