রাজধানী থেকে বড়লেখার যুবক নিঁখোজ: সন্ধান পেতে সাহায্য কামনা
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:৪১,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯
বড়লেখার ডাক ডেস্ক :: রাজধানীর ঢাকা থেকে এলাইছ আহম্মেদ (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে শেরে বাংলা নগরস্থ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ এলাইছ আহম্মেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জফরপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র।
এ ঘটনায় এলাইছ আহম্মেদের ভাই মো. ইসলাম সোমবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৪৭২) করেন।
জিডি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ১০ মিনিটের সময় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন এলাইছ আহম্মেদ কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে শেরে বাংলা নগর থানায় জিডি করা হয়।
কোনো সুহৃদয় ব্যক্তি এলাইছ আহম্মেদের সন্ধান পেলে ০১৭২২ ০২৩২৬০ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।