বড়লেখায় আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১:৩১:৪৮,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার রতুলীবাজারে গাংকুল দক্ষিণ গ্রামবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এতে উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান সাইদুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য দেন ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, জেলা যুবলীগের অন্যতম সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ জুয়েল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুমন আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা প্রজন্মলীগের সদস্য রাজু আহমদ, আওয়ামী লীগ নেতা সেলিম মোহাম্মদ, এম এম মক্তার, মাষ্টার তোফায়েল আহমদ লায়েক, রাসেল মাহমুদ প্রমূখ।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের রহিম উদ্দিনের পুকুর থেকে আব্দুল মতিনের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মতিনের ছেলে রাজু আহমদ অভিযোগ করেন, ডুবে মারা যাওয়ার মতো গভীর পানি এ পুকুরে ছিল না। দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যাওয়ারও কোনো আলামত মেলেনি। ঘটনাস্থলের অনেক দূরে তার বাবার ব্যবহৃত একটি জুতা ও গ্যাস লাইট পাওয়া গেলেও মোবাইল ফোনটি মিলেন। তার দাবি, পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে।
লাশ উদ্ধারের পর বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক এদিন ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।