বড়লেখায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:২০,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় মানবাধিকার সংগঠন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন।
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির মৌলভীবাজার জেলা সভাপতি মাস্টার কয়েছ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, থানার এসআই রাকিব উদ্দিন, তালিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সোনাই বন্ধু, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগান্তর ও জালালাবাদের সাংবাদিক আব্দুর রব, যায়যায়দিনের সাংবাদিক সুলতান আহমদ খলিল, ইউপি মেম্বার ফরমান আহমদ, সাইফুজ্জামান সরোয়ার, আব্দুস সামাদ, মানবাধিকার কর্মী সিরাজুল ইসলাম শিরু, আবুল নোমান, তাহমিদ ইশাদ রিপন, কামরুল ইসলাম, আইনুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে সংগঠনের পরিচয়পত্র তুলে দেন।