প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছেন ড. কবীর
প্রকাশিত হয়েছে : ৩:২৪:৪২,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সীমান্তিকের চিফ পেট্রোন ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবীর। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
জাতিসংঘের ৭৪তম অধিবেশনে ড. কবীর ইউনিভার্সাল হেলথ কেয়ার ও কমিউনিটি হেলথ বিষয়ক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাঙ্গালী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করবেন তিনি।
উল্লেখ্য, দেশের বেসরকারি স্বেচ্ছাসেবি উন্নয়ন সংস্থা সীমান্তিক শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নসহ দেশের জাতীয় উন্নয়নে অবদান রেখে চলেছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা দিতে সংগঠনটির কার্যক্রম শুরু হলেও বর্তমানে ছয়টি খাতে কাজ করছে সংস্থাটি। এরমধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, সচেতনতা এবং পরিবেশ ও জীবনযাত্রার মানোন্নয়ন।