বড়লেখায় এটিএম’স শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২:০২:১৫,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::ইংরেজি শিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান এটিএম’স এর মৌলভীবাজারের বড়লেখা শাখার উদ্বোধন হয়েছে। মানসম্মত ইংরেজি শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটায় শহরের আব্দুল আলি ট্রেড সেন্টারে এর উদ্বোধন ও প্রথম ক্লাস হয়।
এতে সভাপতিত্ব করেন এটিএম’স বড়লেখা শাখার পরিচালক তারেক আহমদ। শিক্ষক সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমদ খাঁন, এটিএম’স বড়লেখা শাখার খালেদ হোসেন, মইনুল ইসলাম, ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, যায়যায়দিন সংবাদদাতা খলিলুর রহমান, এটিএম’স এর শিক্ষক জাহেদ হোসেন, আকবর হোসেন প্রমুখ।