বড়লেখায় গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী রঞ্জিত সেন’র বদলীজনিত সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:৫৫,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্ট ( ব্লাস্ট) প্রকল্পের গ্রাম আদালত কার্যক্রমের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সমন্বয়কারী রঞ্জিত সেনের বদলিজনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম আদালত সহকারীবৃন্দ এ সংবর্ধনার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গ্রাম আদালত কার্যক্রমের বড়লেখা উপজেলা সমন্বয়কারী রঞ্জিত সেন।
বক্তব্য রাখেন, দক্ষিণভাগ উত্তর ইউপির গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলু ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গ্রাম আদালত সহকারী ফয়সল আহমদ।
সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে বড়লেখায় আড়াই বছরের কর্মজীবনের নানা দিক তোলে ধরেন এবং স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা সদর ইউপির গ্রাম আদালত সহকারী কাজল কান্তি দে, সুজানগর ইউপির আহমেদ আলী, দক্ষিণ শাহবাজপুর ইউপির রুমানা বেগম, উত্তর শাহবাজপুর ইউপির রুমানা ইয়াছমীন, দাসেরবাজার ইউপির রুমি রাণী দাস, বর্ণি ইউপির জাকারিয়া আহমেদ, তালিমপুর ইউপির রিংকু বিশ্বাস প্রমুখ।
পরে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।#