বড়লেখার পাথারিয়া চা বাগানে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:১৯,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রাষ্ট্রীয় মালিকানাধীন পাথারিয়া চা বাগানে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে পাথারিয়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় সম্মুখে বাগান কর্তৃপক্ষ, বাগান পঞ্চায়েত, যুবসমাজসহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক মো. সাহিদ নেওয়াজ।
সমাবেশে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থপক জহিরুল হক, রাজ নারায়ন পাল, পাথারিয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক পৃথিশ রঞ্জন পাল শ্যামল, পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন রিকমুন, সাধারণ সম্পাদক জয় বোনার্জি, কোষাধ্যক্ষ আসাদ আলী প্রমূখ।