বড়লেখায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:০২:২৮,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মাঝে ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুলের পরিচালক লুৎফা আক্তারসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন এই স্কুলটি পরিচালনা করে থাকে।