ফেসবুকে বড়লেখা পৌর কাউন্সিলরের নামে ভুয়া একাউন্ট, থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ৪:২৯:৩৫,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সহসভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের নামে ফেসবুকে ভুয়া একাউন্ট খোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান শনিবার (৩১ আগস্ট) বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, শুক্রবার ৩০ আগস্ট দিবাগত রাতে এক আত্মীয়ের মাধ্যমে মিজানুর রহমান জানতে পারেন তাঁর নামে ফেসবুকে ভুয়া একটি একাউন্ট খোলা হয়েছে। পরে মিজানুর রহমান একজনের মাধ্যমে ফেসবুকে সার্চ দিয়ে দেখেন তাঁর নামে “মিজানুর রহমান মঞ্জুর (কাউন্সিলর)” নামে খোলা। আইডিতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের ছবি সংগ্রহ করে পোষ্ট করা হয়েছে। এই আইডি দিয়ে অপপ্রচার চালানো হতে পরে এই আশঙ্কায় তিনি বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেন।
কাউন্সিলর মিজানুর রহমান বলেন, ‘ফেসবুকে আমার কোনো আইডি নেই। আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার প্রতিপক্ষ এই সুযোগ নিতে পারে। তাই প্রশাসনের দারস্থ হয়েছি। পুলিশ আমার নামে খোলা ফেক আইডি পরিচালনাকারীকে শনাক্তের জন্য কাজ করছেন।’