বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২:১২:২৪,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৩০ আগস্ট) সন্ধ্যায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি রফিক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম. জুবের আহমদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ভুবেনশ্বর পাল ঝন্টু, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আবির আহমদ, ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন মন্টু, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক এনাম আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন, যুগ্ম সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, শোভন রুদ্র পাল, সাংগঠনিক সম্পাদক শিবু নাথ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সদস্য রফিক উদ্দিন, দুলাল উদ্দিন, রিন্টু মল্লিক, পিন্টু চন্দ, সত্য বিশ্বাস, ফয়ছল আহমদ, জয়নাল আহমদ জয় প্রমুখ।