সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৩ দালাল আটক
প্রকাশিত হয়েছে : ৩:১৫:৫৭,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, শহরতলীর পীরের বাজার এলাকার মোকামের গুল গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে মো. বাহার (৩০), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাও গ্রামের মৃত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।
বিষয়টি নিশ্চিত করে এসআই ওমর ফারুক বলেন, আটক করে তিন দালালকে কোতোয়ালী থানাও হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, দালাল ও প্রতারকদের ওসমানী মেডিকেল হাসপাতালে কোন স্থান নেই। এবিষয়ে পুলিশ সবসময় সতর্কভাবে কাজ করে যাচ্ছে। তবুও দালালদের কোন ধরনের তৎপরতা চোখে পড়লে সরাসরি পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।