বড়লেখায় ফ্রেন্ডস স্টাফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:০৭:১৫,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক : বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে ফ্রেন্ডস স্টাফ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গল্লাসাংগন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়।
খেলায় স্মার্ট মোবাইল খান বাড়ী একাদশ ও তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপ পরস্পরের মোকাবিলা করে। স্মার্ট মোবাইল খান বাড়ী একাদশ খেলায় ১-0 গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান এবং তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপ রানার্সআপ হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, নিজ বাহাদুর পুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।