বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উত্তর শাহবাজপুর ইউপি শাখার কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:০২,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৩ আগস্ট বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মোঃ আকমল হোসাইনকে সভাপতি ও আজিজুর রহমান সাজুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণ কমিটি গঠন করা হয়।
মোঃ আকমল হোসাইন আজিজুর রহমান সাজু
প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক রুবেল আহমদ। সহ-নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।
ইউপি তালামীযের সভাপতি আকমল হোসাইনের সভাপতিত্বে ও আজিজুর রহমান সাজুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সভাপতি রুহুল আমিন রুহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক রেদওয়ানুল ইসলাম ফয়েজ, অর্থ সম্পাদক মোস্তাক আহমদ, সহ-তথ্য সম্পাদক নাঈম আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বিয়ানীবাজার কলেজ তালামীয সদস্য আফজাল হোসাইন,বড়লেখা সরকারী কলেজের সদস্য শরীফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি, এমাদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম,সহ প্রচার সম্পাদক এরশাদ আহমদ, অর্থ সম্পাদক হুসাইন আহমদ, অফিস সম্পাদক আব্দুস সামাদ, সহ অফিস সম্পাদক রুহেল আহমদ, সহ অফিস সম্পাদক শরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক আহমদ হুসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজেদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকির আহমদ।