বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:৩১:০৩,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বড়লেখা উপজেলার সদর ইউপি’র খেছরীগুল মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ আগস্ট) সকাল ১০টায় সংস্থার স্থানীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্ভোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
এতে বিনামূল্যে শতাধিক স্থানীয় লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি ও ক্রীড়া ভাষ্যকার শিমুল চৌধুরী, কেছরিগুল মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন দুলাল, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’র প্রচার সম্পাদক মোহাম্মদ শুভ প্রমুখ।