বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির ৪৪ পরিবারে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:০৮,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের দরিদ্র ৪৪টি পরিবারের মাঝে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায় হতে ২০১৮-১৯ অর্থ বছরে টিআর/খাবিটা কর্মসূচির ২য় পর্যায়ে বরাদ্দ হওয়া এই উপকরণগুলো বিতরণ করা হয়।
এসময় উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, ইউপি সদস্য রফিক উদ্দিন, মাসুক উদ্দিন, আলীম উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।